• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৯
ছবি : আরটিভি

নড়াইলে যৌথবাহিনীর চেকপোস্ট ব্যারিকেড ভেঙে পালানোর সময় সজিব হাসান (৩০) নামে এক যুবককে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সদরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় বিভিন্ন অপরাধে আরও ৯ জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত সজিব হাসান নড়াইল সদরের ডুমুরতলা গ্রামের সাঈদ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কের শৃঙ্খলা ফেরাতে শনিবার বিকেলে নগরীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিল যৌথবাহিনী। এ সময় চেকপোস্টের ব্যারিকেড ভেঙে পালানোর সময় সজিব হোসেন নামে এক যুবককে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিনদিনের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এ ছাড়াও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট না পরা, মোটরসাইকেলের লুকিং গ্লাস না থাকাসহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।

আরও জানা যায়, সামছুল হুদা, শামীম, জসিমউদদীন প্রত্যেকে ১ হাজার টাকা, রানা আহমেদ দ্বীপ অধিকারী, রিয়াদ, নাসিম, জসিম মোল্যা ও সজিব হাসান প্রত্যেকে ৫০০ টাকা করে মোট ৯ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। অপরাধ বিবেচনায় স্বল্প জরিমানা করা হলেও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জাহাজে নিহত নড়াইলের ২ জনের দাফন সম্পন্ন
নড়াইলের ওপর দিয়ে চলল ট্রেন, স্বপ্নের দুয়ার খুলল আজ 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু