• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৯
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোয়ালিয়া এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাঈম সরকার।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সকালে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় শাহজাদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।

খবর পেয়ে হটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। তবে বাসটি পালিয়ে গেছে।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
সচিবালয়ের আগুন, নাশকতা নাকি দুর্ঘটনা এখনই বলা যাবে না: ফায়ার সার্ভিস
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫
সাঁথিয়ায় ট্রাকচাপায় নিহত ৩