• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সাগরে গোসল করতে নেমে নিহত ১, নিখোঁজ ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৮:০৭

কক্সবাজারে টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে দুই শিশু।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত উদ্ধার নুর কামাল (১০) টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

নিখোঁজরা হলো, একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)।

স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার বেলা ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে একটি শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় নিখোঁজ রয়েছে অপর দুই শিশু।

ওসি বলেন, ঘটনার খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার ব্যাপারে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মৃত উদ্ধার শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
৩ ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে