• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ছাত্রীদের টানা ৪ দিন আন্দোলন, প্রধান শিক্ষিকাকে অপসারণ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২০:১৫
ছাত্রীদের টানা ৪ দিন আন্দোলন, প্রধান শিক্ষিকাকে অপসারণ 
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছায় ছাত্রীদের টানা ৪ দিনের কঠোর আন্দোলনের মুখে পাইকগাছা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অপসারণ করা হয়েছে। নতুন প্রধান শিক্ষক না আসা পর্যন্ত সিনিয়র শিক্ষক আবদুল ওহাবকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষিকাকে অপসারণের এ সিদ্ধান্ত নেওয়া হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।

জানা যায়, উপজেলার পাইকগাছা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরব রাণী রায়। তিনি প্রায় এক বছর আগে বিদ্যালয়ে যোগদান করেন। এর মধ্যে তিনি ১৫ দিন বিদ্যালয়ে হাজির থেকেছেন, এমনটি জানান ছাত্রীরা। অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তিনি স্বাভাবিক মস্তিষ্কের লোক নন। তার বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও অদক্ষতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন অব্যাহত রাখেন। প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও প্রধান গেটে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় আন্দোলনের চতুর্থ দিন পুরাতন পরিবহন কাউন্টারের সামনে চার রাস্তা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে খুলনা জেলা উপপরিচালক কামরুজ্জামান সরেজমিনে এসে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করে প্রধান শিক্ষিকাকে অপসরণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. সামছুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, সহকারী পরিদর্শক বাবুল সরদার, অভিভাবক প্রতিনিধি ডা. সুজন কুমার সরকার, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শিক্ষার্থী অর্পিতা সরকার, আকসারা নেওয়াজ, জারিন তৌফা, এশা, স্বরসতী মন্ডল ও শ্রেহাসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ আরটিভি অনলাইনকে বলেন, ছাত্রীরা গত ৪দিন ধরে প্রধান শিক্ষিকা ভৈরব রানী রায় এর অপসরণের দাবিতে বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে। আমি প্রথম দিন থেকে ছাত্রীদের সঙ্গে কথা বলে আসছি এবং উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনসহ জেলা ও বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আসছি। আজ দুপুরে জেলা শিক্ষা অফিসার সরেজমিনে এসে শিক্ষক-ছাত্রীদের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষকাকে অপসরণ করে ছাত্রীদের যৌক্তিক দাবি মেনে নেন। বিকেলে ছাত্রীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে বিদ্যালয়ে ফিরে যান।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এদেশের মাটিতেই স্বৈরাচারের বিচার হবে: ডা. শফিকুর রহমান 
‘১৬ বছর জামায়াত রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারেনি’
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু
পাইকগাছায় জামায়াতের সমাবেশ ঘিরে প্রস্তুতি, চলছে প্রচার মিছিল