চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১১:৫৬ এএম


চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় অভি দাস (১৭) নামে এক কিশোরকে পুলিশে দিয়েছেন তার বাবা।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ সদর থানায় তাকে সোপর্দ করা হয়। পরে মুচলেকায় তাকে মুক্ত করা হয়। অভি সাচনাবাজার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের বিমল দাসের ছেলে।

জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভি দাস। এই পোস্টে যুদ্ধের হুঁশিয়ারি দেন অভি। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আলেম-ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার সকালে অভিকে তার বাবা বিমল দাস থানায় হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এর আগে, ‘মঙ্গলবার রাতে অভি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম।’

রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভিযুক্ত অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ও অভি দাসকে গ্রেপ্তারের দাবি জানান। বিকেলে উপজেলার আলেম-ওলামাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে অভিযুক্ত অভি দাসের বাবা বিমল দাস তার ছেলের ভুল হয়েছে স্বীকার করে, ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। পরে সবাই ঐক্যবদ্ধভাবে থানায় গেলে অভি দাসও উপস্থিত সকলকে বলেন, এটা আমার ভুল হয়েছে। শেষে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কামাল হোসাইন বলেন, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে, মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission