আবারও ২ দিনের রিমান্ডে সাবেক এমপি রশীদুজ্জামান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ০৭:০৮ পিএম


আবারও ২ দিনের রিমান্ডে সাবেক এমপি রশীদুজ্জামান
ছবি: সংগৃহীত

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রশীদুজ্জামানকে আদালতে তুলে দুটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে রেখে দুই মামলায় একই সঙ্গে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, আমরা আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিচারক আমাদের যুক্তি-তর্ক শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি ২ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল বলেন, সাবেক এমপি রশীদুজ্জামান শারীরিক অসুস্থতা বিষয়টি আদালতে উপস্থাপন করেছি। রাজনৈতিকভাবে হেয় করতে তাকে আসামি করা হয়েছে। আদালত সাত দিনের পরিবর্তে থানা হেফাজতে রেখে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন পৌরসবার সরল (৫নং ওয়ার্ড) গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনের নেত্রী ঈশিতা এনাম ঝতু। মামলায় সাবেক দুই সংসদসহ ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৯০ থেকে ৩০০ জনের নামে মামলা হয়।

অপর মামলাটি করেন উপজেলার চাঁদখালী গ্রামের রুবেল সরদার নামে ছাত্রদলের কর্মী। মামলার বিবরণে তিনি ২০২০ সালের ৯ অক্টোবর পাইকগাছা বাসস্টান্ড জিরো পয়েন্টে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল নেতাকর্মীদের মিছিলে হামলা ও ভাঙচুর করে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা করে। গত ১৬ অক্টোবর তাকে পটুয়াখালীর মেয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.