ফের মিয়ানমারের বোমায় কাঁপছে টেকনাফ সীমান্ত
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ বরাবর মিয়ানমারের রাখাইনে কয়েক দিন পরে ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে সীমান্ত শহর টেকনাফ ও আশপাশের এলাকা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে। নাফ নদীর ওপারে টেকনাফ সীমান্তের পূর্বে টেকনাফ থেকে প্রায় ৩০ কিলোমিটার ও হ্নীলা থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে ভেসে আসছে বড় বড় বোমার বিকট শব্দ। বিস্ফোরণের শব্দে সীমান্ত পাড়ের বাসিন্দাদের মাঝে আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
এদিকে টেকনাফের পৌরসভা, সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং, ইউনিয়নের বিভিন্ন এলাকার ওপার সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় শব্দ।
সীমান্তের একাধিক লোকজন বলছে, কয়েক দিন বন্ধের পরে বড় ধরনের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ।
তারা আরও বলেন, মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে দিয়ে গুলাগুলির শব্দ বিকট শুনছি। কিছু দিন বিরতির পর হঠাৎ করে আবারও ৫-১০ মিনিট পরপর বড় বড় বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। ফলে ঘরের দরজা-জানালাগুলো থরথর করে কেঁপে উঠেছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। আমার বাড়িও একদম সীমান্তের কাছে বাড়িঘর থর থর করে কেঁপে উঠছে, ছেলে-মেয়েরা পড়ার টেবিল থেকে থমকে উঠলো, সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে সীমান্তে কড়া পাহারায় রয়েছে জানিয়ে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী বলেন, বিকট শব্দ আমিও শুনেছি। মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ারও ধারণা করেন তিনি।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন