• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৬:৪২
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর লাবণ্য আকতার (৫) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামে আঁখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।

পুলিশ জানায়, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও কোষামন্ডলপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী লাবন্য আকতার গত ২৩ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশের আঁখ খেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তার বাবা ঘটনাস্থলে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় লাবণ্যের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেছেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর
ঠাকুরগাঁওয়ে নানান আয়োজনে হানাদারমুক্ত দিবস পালন
ঠাকুরগাঁওয়ে কৃষকের বাজার