হাতিয়ায় মাছ ঘাটের উদ্বোধন

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ , ০২:৩০ পিএম


হাতিয়ায় মাছ ঘাটের উদ্বোধন
ছবি: আরটিভি

নোয়াখালী হাতিয়ায় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র সূর্যমুখী ঘাট এলাকায় মৎস্যজীবী ও জেলেদের সার্বিক যোগাযোগ ও ব্যবসায়িক সুবিধার্থে বড় পরিসর নিয়ে প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাটের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) সকালে প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট সমিতির সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম।

সূর্যমুখী দ. বাজার ফজুলল আজিম মৎস্য ঘাট সমিতির প্রায় ৪০ জন সদস্যদের উদ্যোগে দুই একর জমির ওপর এ মাছ ঘাট বিশেষ দোয়া মাহফিলের পর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ সমিতির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আরিপ উদ্দিন, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিনসহ হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক  নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মমিনুল উল্যাহ রাসেলসহ দলীয় নেতাকর্মী ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।  

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission