• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭
ছবি: আরটিভি

কক্সবাজারের মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে ওসি তদন্ত, এসআই আসাদুর রহমান, এসআই আল আমিন ও এসআই মহসীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকা হতে ৪টি অস্ত্রসহ সাজেদ (২৬) নামক একজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি থ্রি-জি রাইফেল, একটি দুনলা বন্দুক, একটি এক নালা বন্দুক, একটি এলজি ও ১০ রাউন্ড গুলি রয়েছে।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, সাজেদ একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারি অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ দিনে সৌদিতে ১৯ হাজার প্রবাসী গ্রেপ্তার 
ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তার
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার