নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের নির্মাণ করে পোনসহ বিভিন্ন জাতের মাছ নিধন করছেন জেলারা, এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
তিনি জানান, মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা কর্মকর্তা মাহমুদা আক্তার, বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনর্চাজসহ স্থানীয় গণমাধ্যম।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে মাছের ঘের নির্মাণ করে মাছ নিধন করছেন একদল জেলে। এমন অভিযোগ পেয়ে জেলেদের একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তারা নিজ দায়িত্বে এসব জাল সরিয়ে নেয়নি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যারা মাছের ঘের দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমকে