• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া নিন্দনীয় কাজ: কায়সার কামাল

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬
গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া নিন্দনীয় কাজ: কায়সার কামাল
ছবি: আরটিভি

গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।

শনিবার (৩০ নভেম্বর) নেত্রকোণার কলমাকান্দায় সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতা চায় উল্লেখ করে কায়সার কামাল বলেন, ‘আমরা সবসময় গণমাধ্যমের স্বাধীনতা চাই। বাক্‌স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা—এসব নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করে আসছি। কিন্তু সম্প্রতি দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে কিছু লোক অবস্থান নিয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।’

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে নেগেটিভলি উপস্থাপন করছে, যা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষের মতো ভারতের মানুষও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। আমরা ভারতকে অনুরোধ করব, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করুন। তাহলে আমাদের মর্যাদাসম্পন্ন বন্ধুত্ব হবে।’

গত মঙ্গলবার চট্টগ্রামে আদালতের পাশে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় কায়সার কামাল বলেন, ‘ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিএনপি সবসময় অবস্থান নিয়েছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের মানুষ কখনোই ধর্মীয় উগ্রবাদ-মৌলবাদকে পছন্দ করে না। বিগত দিনের মতো আগামী দিনেও ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদকে সমূলে উৎপাটন করে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। কারণ, এই দেশ সবার। সব ধর্মের মানুষের। সবার ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কেউ বা কোনো সম্প্রদায় এককভাবে স্বাধীন করেনি। সুতরাং যারা ধর্মীয় উগ্রবাদ বা মৌলবাদকে উসকে দিচ্ছেন; তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’

সংস্কারের বিষয়ে কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে রাষ্ট্র সংস্কার হচ্ছে, সমাজ সংস্কার হচ্ছে। অতএব সমস্ত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, এতে আমরা বিশ্বাসী না। সুতরাং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।’

বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, সদস্যসচিব আনিসুর রহমান খান, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক প্রমুখ। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কায়সার কামাল তার নিজ এলাকা কলমাকান্দায় এই চক্ষুশিবিরের আয়োজন করেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সাধারণ দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম’
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে: পররাষ্ট্র উপদেষ্টা
দেশের গণমাধ্যমগুলোর উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে ধরা: পররাষ্ট্র উপদেষ্টা
নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং