• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

রোহিঙ্গা শিবিরে ফের আগুন, পুড়ল ৫ স্থাপনা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ২২:০৪
রোহিঙ্গা শিবিরে ফের আগুন, পুড়ল ৫ স্থাপনা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে এনজিও সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, দুপুর ১টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের এনজিও সংস্থার একটি ট্রেনিং সেন্টারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি উখিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।

ওসি আরও বলেন, ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও আগুনের সূত্রপাতের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে।

এ দিকে প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ ৫টি স্থাপনা ভস্মিভূত হওয়ার তথ্য দিলেও আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন বলেও ওসি জানান।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুফ  
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ছাত্রদল-শিবিরের হামলায় ঢাবি উপাচার্যসহ শতাধিক আহতের দাবিটি গুজব