• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, আহত ৪০

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩২
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের গোলাগুলি, আহত ৪০
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার নয়া পাথারিয়া এলাকা এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি কবির হোসন।

আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি কবির হোসন বলেন, ‘ওই গ্রামের বাসিন্দা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।’

তিনি আরও বলেন, ‘এর জের ধরে সন্ধ্যায় উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগ নেতা ডিপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে জামায়াত নেতা বহিষ্কার
ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ব্যারিস্টার সুমন দুই দিনের রিমান্ডে