কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর ৫টায় শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে শহর পুলিশ ফাঁড়ির এসআই সৌরভ বড়ুয়ার নেতৃত্বে একটি টহল দল এই ছিনতাইকারী চক্রটিকে আটক করে।
আটকরা হলেন- মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), শহীদ হোসাইন (২৫) এবং মো. আব্দুর রহিম (১৬)। তাদের মধ্যে মো. সাহেদ, মো. রহিম এবং মো. রাকিব কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার বাসিন্দা। শহীদ হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হাসপাড়ার বাসিন্দা এবং মো. আব্দুর রহিম মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়ার বাসিন্দা।
কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি মামলা রুজু করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, এই গ্রুপটি কতদিন ধরে ছিনতাইয়ের কাজে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন