• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

মা-বাবাকে মারধর, ছেলে-নাতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় উলচাপাড়ায় জায়গা-সম্পত্তির লোভে বৃদ্ধা মা-বাবাকে মারধরের কারণে ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উলচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের উত্তর পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে আক্তার মিয়া (৪২) এবং তার ছেলে সাব্বির (২২)।

হাসপাতাল ও ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ বছর যাবত মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে জায়গা-সম্পত্তির জন্য প্রায়ই মারধোর করতো। ছোটখাটো বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে ঝগড়া করতো। গতকালকে একই কারণে আক্তার, তার স্ত্রী রাবিয়া ও ছেলে সব্বির মা-বাবাকে মারতে মারতে দুই হাত ভেঙে ফেলে এবং মাথা ফাটিয়ে দেয়৷ তারা গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, সোমবার সকালে মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে তার নিজ ছেলে আক্তার, নাতী সাব্বির ও পুত্রবধূ রাবিয়া বেগম বেধড়ক মারধোর করে দুজনের হাত ভেঙে ফেলে। পরে হাসপাতালে গিয়ে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা মা-বাবাকে দেখে আসি।রাতেই সাড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেপ্তার করি।

ওসি আরও জানান, তারা পিতা-পুত্র ও পুতের বউ দীর্ঘদিন যাবত বাবা-মাকে জায়গা-সম্পত্তি লিখে দিতে অন্যায়-অত্যাচার করতো। এই বিষয়টি দুঃখময় ছিল। তাদের বিরুদ্ধে পিতা-মাতাকে মারধোরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার  
রাজধানীতে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার