• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আদিল (১৭) নামে এক তরুণ আহত হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় টেংরা-জৈনা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির শ্রীপুর উপজেলার বেকাসাহারা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, সকালে সাব্বির ও আদিল দুই বন্ধু মোটরসাইকেলে করে পাশের এলাকায় খেজুরের রস খেতে বাসা থেকে বের হয়। একপর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে টেংরা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাব্বির মারা যায় এবং তার বন্ধু আদিল আহত হয়। পরে আদিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫ সালের এসএসসির ফরম ফিলআপের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়ল ফি
এসএসসি পাসে টিআইবিতে চাকরির সুযোগ
এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বেড়েছে ফি