ডেঙ্গু মোকাবিলায় ২ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যের পরিচালক

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৪ পিএম


নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি হচ্ছে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। জেলা থেকে উপজেলা পর্যন্ত পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা আছে। আরেকটি হলো-মশা নিয়ন্ত্রণ। সরকার সেই কাজটিও করছে।

তিনি বলেন, খানপুর হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে। এই কার্যক্রমের সর্বশেষ অবস্থা আজকে আমরা পরিদর্শন করেছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কীভাবে রোগীদের সেবার মান বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ এ ডেঙ্গু পরিস্থিতি আগের তুলনায় ভালো। ২২ জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত কিট রয়েছে। সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রণে কাজ করবে। আশা করছি দ্রুতই ডেঙ্গু অবস্থা ভালো হবে।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, ডেঙ্গু রোগীদের আমরা একটা প্রটোকল মেনটেইন করি। আমার ভিক্টোরিয়া হাসপাতালে একটা আইসিইউ আছে। সেখানে আমরা ৮ হাজার এমনকি ৫ হাজার প্লাটিলেটের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। বাংলাদেশে এখন একটা স্ট্যান্ডার্ড ডেঙ্গু চিকিৎসা প্রটোকল মেনটেইন করা হয়। সেভাবেই চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.