• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ২২:১৫
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী পাহাড়ি ডাকাত দল। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে তিনজন আহত হন। এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় এবং আটককৃতকে পুলিশে সোপর্দ করেন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

গুলিতে আহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১৫)।

আটক অপহরণকারী কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, ডাকাত দলের সদস্যরা স্থানীয় দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণের বিষয়টি শুনে স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাত দলের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

অপহৃত কৃষকদের উদ্ধারে র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে হেঁটে যাত্রা তরুণীর
টেকনাফ সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ
টেকনাফে অস্ত্রের মুখে ৩ শ্রমিককে অপহরণ 
টেকনাফে হাইওয়েতে কারারক্ষীর গাড়িতে হামলা