• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

৩০০ বস্তা চোরাই চালসহ ট্রাকচালক ও ক্রেতা গ্রেপ্তার  

যশোর প্রতিনিধি, আরটিভ নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩
ছবি: সংগৃহীত

চোরাই ৩০০ বস্তা চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যশোরের ডিবি পুলিশ। ঝিনাইদহের মহেশপুর গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার মহিদুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস,মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত হরি জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাতে ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া আলামিন অটোরাইস মিল থেকে ৩০০ বস্তা চাল কেনেন ঝিকরগাছা স্টেশন রোডের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। এ চাল চট্টগ্রাম পাহাড়তলীতে পাঠানোর জন্য তিনি ট্রাক ভাড়া করেন। কিন্তু ট্রাক ড্রাইভার চাল গন্তব্যস্থলে পৌঁছে না দিয়ে চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, এই ব্যাপারে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ড্রাইভারকে শনাক্ত করে। এরপর রাতে ঝিনাইদহ মহেশপুর গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে চালক রিপন বিশ্বাস ও চোরাই চালের ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চোরাই ৩০০ বস্তা চাল উদ্ধার করা হয়। আসামিদের ব্যবসায়ী তহিদুল ইসলামের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চালু
ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু
ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় এলো ৩৫ হাজার টন চাল