তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
পাবনায় ওয়াজ মাহফিলে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে জেলা সদরের চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিমুলের বাবার নাম শাহীন। আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুরে রাতে একটি ওয়াজ মাহফিলে প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে দুই গ্রুপের কয়েক যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এতে দুইজন আহত হন। এ ছাড়া শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্ত (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
আরটিভি/এফএ/এস
মন্তব্য করুন