• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৪
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কালিকাপুর রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক জিতেন্দ্রনাথ সাহা (৫৫) সদর ইউনিয়নের ওমরপুর হাটুয়া এলাকার হরেন্দ্রনাথ সাহার ছেলে। নিহত এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- সিরাজগঞ্জ উল্লাপাড়ার নান্দী মধু এলাকার ওয়াদুদ (৪২), কল্পনা বেগম (৪০), জিহাদ (১০) এবং দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল। কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি গেলে বগুড়াগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সিএনজি চালকের লাশ থানায় রাখা হয়েছে। অপরজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ঘাতক বাসটি ঘটনার পর পালিয়ে গেছে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরোধে স্কুলছাত্রীকে হত্যা, হত্যাকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
নিজ কার্যালয়ে আত্মঘাতী বোমায় আফগানমন্ত্রী নিহত
মির্জাপুরে বাসচাপায় নিহত ১
নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১