জাতীয় যুব নেটওয়ার্কের ৭ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা
গাজীপুরের পিএসটিসি কমপ্লেক্সে যুব প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় যুব নেটওয়ার্কের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) আয়োজনে এবং ইন্টারন্যাশনাল প্লানড পেরেন্টহুড ফেডারেশনের সহযোগিতায় এই মাইলফলক কার্যক্রমটি সারা দেশে যুবদের ক্ষমতায়নের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে একটি সহযোগী প্ল্যাটফর্ম তৈরির কাজ করবে।
নেটওয়ার্কের প্রাথমিক লক্ষ্য হল দেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার এজেন্ডাকে এগিয়ে নেওয়া, যুবক এবং কিশোর-কিশোরীদের পাশাপাশি তারা যে সম্প্রদায়গুলিতে বাস করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করা।
নেটওয়ার্কের লক্ষ্য হল যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সকলের জন্য যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার প্রচার করা।
নেটওয়ার্কের কাঠামোর অংশ হিসাবে, শনিবার (৭ ডিসেম্বর) নেটওয়ার্কটির সদস্যগণ সাত সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করেছেন। এতে সভাপতি পদে প্রিয়তা মণ্ডল, সহ-সভাপতি ফাইজা আনিলা রহমান এবং সদস্য সচিব সাবিক রহমান।
এই নেতৃত্ব নেটওয়ার্কের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, পিএসটিসি একটি অলাভজনক, বেসরকারি উন্নয়ন সংস্থা। এটি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ৪৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক ভাবে কাজ করছে।
আরটিভি/এএইচ
মন্তব্য করুন