• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ ডিসেম্বর ২০২৪, ১২:১৫
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। সকাল ৮ টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেলে আবারও কুয়াশার দাপট। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৮টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেলে আবারও কুয়াশার দাপট। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। শীতের প্রভাবে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনায় একাধিক মামলার আসামি শাহাবুল গ্রেপ্তার
চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
শীতের আমেজ চুয়াডাঙ্গায়