ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে চার জোড়া কমিউটার ট্রেন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৩ পিএম


ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে চার জোড়া কমিউটার ট্রেন
ফাইল ছবি।

রাজধানী সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ ও সুলভ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চালু হচ্ছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলো হলো তুরাগ কমিউটার ১,২,৩,৪ এবং জয়দেবপুর কমিউটার ১,২,৩,৪।

এতে আরও জানানো হয়েছে, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে টেনভেদে বিরতি দেবে। এছাড়াও তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।


আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission