শরীয়তপুরের ভেদরগঞ্জে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, লাকার্তায় মেইন রাস্তার সঙ্গে খালের মধ্যে আনুমানিক ছয় মাসের একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ভেদরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, খবর পেয়ে ওই নবজাতকের মরদেহটি আমরা উদ্ধার করেছি। সুরত হালের পর ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মরদেহটি কবর দেওয়ার জন্য গণ কবরস্থানে নিয়ে যান।
আরটিভি/এস