• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯

খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে বাড়িতে মজুদ করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের সাধু পাড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আছে গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ছাড়া একই গ্রামের রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ কেজি নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় জব্দকৃত ৩১৪ কেজি পলিথিন ব্যাগ এবং ৪২ কেজি কারেন্ট জাল কপোতাক্ষ নদের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত পলিথিন ব্যাগের বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা এবং কারেন্ট জালের বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পুলিশ উপপরিদর্শক বাবলা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, পুলিশ কনস্টেবল ঝন্টু দাশ, মো. লোকমান হোসেন, আনসার সদস্য প্রজয় কুমার দাশ এবং পেশকার ইবরাহীম উপস্থিত ছিলেন।

উপস্থিত গ্রামবাসীর সামনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এগুলো ক্রয় বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ। আগামীতেও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাইকগাছায় জামায়াত আমিরের আগমন উপলক্ষে মিছিল-পথসভা
পাইকগাছায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল
পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন