হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০৬:০৫ পিএম


হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল
ছবি: সংগৃহীত।

রাজবাড়ীতে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করেই ধোঁয়া উঠেছে। তবে ট্রেন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ধোঁয়া নিয়ন্ত্রণ করায় হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচুরিয়া রেলস্টেশনে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) মো. আবু নাঈম জানান, ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫২ মিনিটে পাঁচুরিয়া রেল স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি দেয়। স্টেশনে ঢোকার সময়ই হঠাৎ করে তিনি ও চালক ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা ট্রেন থেকে নেমে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। পরে ১০ টা ২ মিনিটে ট্রেনটি পাঁচুরিয়া রেল স্টেশন থেকে রাজবাড়ী রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইঞ্জিনের ত্রুটির কারণে মাঝ পথে থেমে থেমে ১০টা ৪০ মিনিটে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়।

বিজ্ঞাপন

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ইঞ্জিনের ট্র্যাকশন মোটরে বৈদ্যুতিক ত্রুটির কারণে ধোঁয়ার সূত্রপাত হয়। রাজবাড়ী স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করে দেওয়া হয়। পরে দুপুর ১২টায় ট্রেনটি ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ নামে রাজবাড়ী স্টেশন থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission