শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ০৭:১২ পিএম


শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি
ছবি : আরটিভি

মাদারীপুরের শিবচরে নাদিরা মিঠু চৌধুরী নামে বিএনপির এক নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি হওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নেত্রী। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

বিজ্ঞাপন

জানা যায়, শিবচর উপজেলার মাদবরেরচরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। গত সপ্তাহে শিবচরের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় যান বিএনপি নেত্রী নাদিরা। এ সময় বাড়ি দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন ওসমান নামের কেয়ারটেকার। তবে দীর্ঘদিনের অত্যন্ত বিশ্বস্ত কেয়ারটেকার ওসমান মিয়া সকালেই ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। এ দিকে আজ সকাল ১০টার দিকে নেত্রীর ঘর পরিষ্কার করার জন্য বাড়ির দোতালায় প্রবেশ করেন প্রতিবেশী ও অস্থায়ী কাজের মেয়ে রাশিদা বেগম (২৫)। ঘর পরিষ্কার করার এক সময় দেখেন বিএনপি নেত্রী নাদিরা মিঠুন চৌধুরী যে রুমে থাকেন, সেই রুমের দরজা খোলা। তখন বিষয়টি তিনি তার সঙ্গে থাকা সহযোগী শারমিন আক্তারকে দেখান। তখন রুমের মধ্যে প্রবেশ করেই দেখেন রুম এলোমেলো, আলমারি ভেঙে গহনার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন বিষয়টি তারা মোবাইল ফোনে নাদিরা চৌধুরীকে অবগত করা হয়।

এ বিষয়ে কাজের মেয়ে রাশিদা বেগম বলেন, আজকে নেত্রীর বাড়িতে আসার কথা ছিল। তাই আমরা ঘর পরিষ্কার করতে আসছিলাম। এসে দেখি নেত্রী যে রুমে ঘুমায় সেই রুমের দরজা খোলা। দরজায় লাগানো তালাটা কেটে সোফা সেটের নিচে ফেলে দিয়েছে। রুমে ঢুকেই দেখি রুম এলোমেলো আলমারি ভাঙাচুরা, গহনার বাক্সগুলো মেঝেতে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। তখন আমরা বিষয়টি নেত্রীকে জানাই।

এ বিষয়ে বিএনপি নাদিরা মিঠু চৌধুরী বলেন, আমি বাড়ি থেকে ঢাকায় আসছি গত সপ্তাহে। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বাসার কাজের মেয়েরা সকালে আমাকে অবগত করেছে, আমার বাসায় চুরি হয়েছে। আমার রুমের তালা ভেঙে ৩০ ভরি স্বর্ণ অলঙ্কার ও নগদে এক লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র। বিষয়টি আমি শিবচর থানার ওসি সাহেবকে অবগত করেছি। আমি প্রত্যাশা করছি, আশেপাশের সিসি ফুটেজ দেখে তদন্ত করে চোরচক্রকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

শিবচর থানার ওসি মো. মুকতার হোসেন বলেন, বিএনপি নেত্রীর বাসায় চুরির ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.