নড়াইলে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

নড়াইল প্রতিনিধি

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১১:১১ এএম


নড়াইলে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

নড়াইলে বাসনা মল্লিক (৫২) নামে এক নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাসনা সদরের মাইজপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। তিনি ওই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। সেখানে তার ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে মাইজপাড়ার পোড়াডাঙ্গা গ্রামে স্থানীয় শ্মশানে সমাধিস্থ করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাসনা মল্লিক রাত ৮টার দিকে বাড়িতে ফিরে এসে কয়েকবার বমি করেন। এরপর রাতে খাবার খেয়ে পরিবারকে তেমন কিছু না বলে ঘুমিয়ে পড়েন। বুধবার তার অবস্থার অবনতি হলে দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় কয়েকজনের দাবি তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। পরে লজ্জায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি আমরা দুপুরের পর জেনেছি। কয়েকজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে শুনেছি বাসনার সঙ্গে পাশের দৌলতপুর গ্রামের একটি ছেলের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে স্থানীয় ২-৩ জন তাদের হাতে-নাতে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে হয়তো কিছু অর্থ জরিমানা আদায় করেছে এবং তাকে যৌন হয়রানিও করতে পারে। পরে সে লজ্জায় বিষজাতীয় কিছু পান করতে পারে। বিষয়টি প্রাথমিক তদন্তের পর্যায় রয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, যে ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা শোনা গেছে এবং যাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে তারা পলাতক রয়েছেন। তদন্তের স্বার্থে তাদের নাম বলা সম্ভব নয়।

নিহতের ছেলে রিংকু মল্লিক বলেন, আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। আমি এর সঠিক বিচার দাবি করছি।

বিজ্ঞাপন

মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাসনা মারা গেছে এ পর্যন্ত জানি। মৃত্যুর কারণ জানি না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission