• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

নড়াইলে ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬
নড়াইলে ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১
ছবি : আরটিভি

নড়াইলে ইউপি সদস্য বাসনা মল্লিককে ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশ ফারুক হুসাইন নামে একজনকে গ্রেপ্তার করেছে। ফারুক হুসাইন দৌলতপুর গ্রামের উসমান মোল্যার ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরার শালিখা উপজেলার হরিশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত ব্যক্তির ছেলে ও পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুল পাওনা টাকা দেওয়ার জন্য ওই ইউপি সদস্যকে ফোন করেন। এরপর তিনি টাকা আনতে তার ইউনিয়নের এক ব্যক্তির বাড়িতে গেলে রাজিবুলসহ কয়েকজন তাকে ধর্ষণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী নারী বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। সেখান থেকে বাড়িতে ফিরে ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। তবে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতা বাড়লে পরদিন বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলের কাছে তার ওপরে নির্যাতনের বর্ণনা ও জড়িত ব্যক্তিদের নাম বলেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পরপর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পরিবারের অভিযোগ খুবই গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। আশা করছি, দ্রুত ঘটনার রহস্য উন্মোচন হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
নড়াইলে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার