বোতাম কারখানায় আগুন, চিকিৎসাধীন অবস্থায় রং মিস্ত্রির মৃত্যু
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংগাটি (মোল্লাপাড়া) এলাকায় মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রং মিস্ত্রি আব্দুল রনির (৩০) মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ৮দিন চিকিৎসাধীন থাকার পর ওই রং মিস্ত্রি মারা যান।
রং মিস্ত্রি আব্দুল রনি গাইবান্ধা সদর উপজেলার মধ্যফজিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকায় মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) তৈরির কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন দুপুর দেড়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৪টায় নিয়ন্ত্রণে আনেন।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন