ভারত যেন আমাদের অশান্তির কারণ হয়ে না দাঁড়ায়: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ০৯:১১ এএম


ভারত যেন আমাদের অশান্তির কারণ হয়ে না দাঁড়ায়: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ হয়ে না দাঁড়ায় সেদিকে বিশেষ নজর দিতে প্রতিবেশী দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

জামায়াত আমির বলেন, ভারত যেন আমাদের অশান্তির কারণ হয়ে না দাঁড়ায়। মাঝে মধ্যে তারা সীমানা অতিক্রম করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয়। আমরা আগামীতে আর আমাদের তরকারিতে কাউকে লবণ দিতে দেবো না।

বিজ্ঞাপন

এ সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। মানুষকে তাদের অধিকারের জন্য ছুটতে হবে না। অধিকার ঘরে ঘরে পৌঁছে যাবে।

ডা. শফিক বলেন, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। যারা চুরি করেছেন, দেশের টাকা পাচার করেছেন তাদের বিচার করতে হবে এবং পাচার করা টাকা ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু-সংখ্যাগুরু ধুয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের ওপর দায় চাপিয়েছে। 

সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission