ঐক্যের বন্ধন মজবুত করতে হবে: ধর্ম উপদেষ্টা

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ০১:০০ পিএম


ঐক্যের বন্ধন মজবুত করতে হবে: ধর্ম উপদেষ্টা
ছবি : আরটিভি

জাতির মধ্যে ঐক্যের বন্ধন মজবুত করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার জামি’য়া মহিউসসুন্নাহ মাদরাসা মিলনায়তনে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাখাইন, হিন্দু, খ্রিস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিটি জাতির মধ্যে ঐক্যের বন্ধন মজবুত করতে হবে। ঐক্য মানুষকে বড় বিপদ থেকে মুক্তি দেয়।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টিরও অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের বিকল্প নেই।

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহর সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জামি’য়া মহিউসসুন্নাহ কমপ্লেক্সে ইসলামি জলসায় অংশগ্রহণ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

এ সময় কুয়াকাটার জামি’য়া মহিউসসুন্নাহ মাদরাসা মিলনায়তনে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাখাইন, হিন্দু, খৃস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ। 

বিজ্ঞাপন

শীতবস্ত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। বৃদ্ধ আবুল হোসেন ও রাখাইন মংখেন বলেন, ‘ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন থেকে প্রতিবছরই আমাদের ঈদের সময় এবং শীতে উপহার দেয়। উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত।’ 

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ‘ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরিব অসহায় মুসলিম, হিন্দু, রাখাইনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’ 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission