• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ২৩:০২
ছবি : আরটিভি

চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে পাওনা টাকার জন্য কোহিনুর বেগম হত্যাকাণ্ডের পলাতক আসামি নাজমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

পুলিশ জানান, ২০১৫ সালের ৮ আগস্ট রহমতপুর কলোনিতে পাওনা টাকার জন্য কোহিনুর নামে এক নারীকে হত্যা করে আসামি নাজমা আক্তার নয়ন। এই ঘটনায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় আদালত আসামি নাজমা আক্তার নয়নকে ৩০২/৩৪ পেনাল কোডে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার দীর্ঘ বছর পলাতক থাকার পর অবশেষে লক্ষ্মীপুর জেলা থেকে নয়নকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, লক্ষ্মীপুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি নাজমা আক্তার নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। নাজমা আক্তার নয়ন রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। এই ঘটনায় অপর আসামি ধেন্দা রফিককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামি নাজমা আক্তার নয়নকে আদালতে প্রেরণ করেছি।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে অসহায়দের বাড়িতে শীতবস্ত্র নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক
উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 
মাঠ পর্যায়ের কর্মীরাই দলের শক্তি: বিএনপি নেতা শরীফ
চাঁদপুরে গরিব অসহায়দের মাঝে স্কাউটের শীতবস্ত্র বিতরণ