আখাউড়ায় শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ০৯:৩৮ পিএম


আখাউড়ায় শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবালের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনের ছাত্ররা অভিযোগ করে বলেন, সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ইকবাল বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশ দেন। এবং জোর পূর্বক শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বাধ্য করতেন। 

এ সময় তারা আরও বলেন, তিনি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে জিম্মি করে রাখতেন। তার কথার অমান্য করলে ভয়ভীতি দেখিয়ে হেনস্তাও করতেন। তিনি সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের 'নির্বাচনী নৌকার এজেন্ট' হিসেবে কাজ করেছেন। এবং সরাসরি ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন। 

ছাত্ররা আরও অভিযোগ করেন বলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠজন ছিলেন কাজী ইকবাল হোসেন। যে কারণে তিনি তাকজিল খলিফা কাজলের নির্বাচনী কৌশলও নির্ধারণ করে দিতেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেনের পক্ষে একাধিক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিশাত খান, শাওন, রোবায়েত, সাদমান, ওমর প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.