• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

আখাউড়ায় শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২১:৩৮
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবালের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের ছাত্ররা অভিযোগ করে বলেন, সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ইকবাল বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশ দেন। এবং জোর পূর্বক শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বাধ্য করতেন।

এ সময় তারা আরও বলেন, তিনি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে জিম্মি করে রাখতেন। তার কথার অমান্য করলে ভয়ভীতি দেখিয়ে হেনস্তাও করতেন। তিনি সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের 'নির্বাচনী নৌকার এজেন্ট' হিসেবে কাজ করেছেন। এবং সরাসরি ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন।

ছাত্ররা আরও অভিযোগ করেন বলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠজন ছিলেন কাজী ইকবাল হোসেন। যে কারণে তিনি তাকজিল খলিফা কাজলের নির্বাচনী কৌশলও নির্ধারণ করে দিতেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেনের পক্ষে একাধিক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিশাত খান, শাওন, রোবায়েত, সাদমান, ওমর প্রমুখ।

মানববন্ধন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা বললেন সারজিস
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল 
কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে