• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৪
ছবি: সংগৃহীত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে। পেশায় তিনি মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাথায় হেলমেট না থাকায় প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
বিদায়ী বছরে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪