মাঠ পর্যায়ের কর্মীরাই দলের শক্তি: বিএনপি নেতা শরীফ
মাঠ পর্যায়ের কর্মীরাই দলের শক্তি বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলাধীন ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আওতাধীন ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১৭ বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ সকল সেক্টরকে ধ্বংস করে দেশকে প্রতিবেশী ভারতের পদাবনত করার জন্য সব আয়োজন চূড়ান্ত করেছে। কিন্তু ছাত্র-জনতার গণআন্দোলনে হাসিনা তার স্বদেশে পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কর্মীরাই বিএনপির শক্তি। আওয়ামী লীগ যে সকল অপকর্ম করে জনগণের ঘৃণার পাত্র হয়েছেন আপনারা সেসকল কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন৷
এ সময় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবু তালেব পাটোয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন পাটোয়ারী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান মেম্বার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী প্রমুখ।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন