আখাউড়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০৫:০৩ পিএম


আখাউড়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এই প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা. এ এইচ মামুন, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, কৃষক আলমগীর মিয়া, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো. আবদুল বাতেন, আখাউড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি প্রমুখ।

বিজ্ঞাপন

পরে গ্রামে ফসলের মাঠে কৃষকসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ধাতুরপহেলা গ্রামে ১৫০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস-ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। এ কার্যক্রমের উদ্দেশ্য হলো সমলয় এবং শ্রম সাশ্রয় করা।

উপজেলার ধাতুর পহেলা গ্রামের বাসিন্দা মো. আরমান আলী বলেন, দীর্ঘদিন ধরে কৃষিজমিতে ধান আবাদ করছি। কিন্তু এ পদ্ধতিতে আগে কখনো ধান আবাদ দেখিনি। প্রথমবারের মতো কৃষি কার্যালয়ের আগ্রহে এবং তাদের সহযোগিতায় সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ করছি। আশা করছি ফলন ভালো হবে। তবে ফলন ভালো হলে কৃষকদের আগ্রহও বাড়বে।

বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় সম্ভব।

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission