অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশি দিন চলতে পারেনা : খায়রুল কবির খোকন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৫১ এএম


অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশি দিন চলতে পারেনা : খায়রুল কবির খোকন
ছবি : আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত বিজয় হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের ফসল, তাই শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। তাই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশি দিন চলতে পারেনা। এজন্যই দ্রুত নির্বাচন দিতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে  মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরু স্মতি পরিষদের আয়োজিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হিরু ভাই ১০০-তে ১০০ বিএনপির খাঁটি নেতা ছিলেন। তার ত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। স্বৈরাচারী এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে হিরু ভাইয়ের অবদান স্মরণীয়। তাই দলীয় নেতাকর্মীদের হিরু ভাইয়ের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মী হতে হবে।

ঢাকসুর সাবেক এই জিএস বলেন, জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। তাই কেউ দল করতে বা নির্বাচন করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে করতে পারে; তাতে স্বাগতম জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে অতীতের মতো দানব সরকার হতে চাইলে জনগণ তা মানবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে। আর ত্যাগীরা যেন মূল্যায়িত হই সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে। 

মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর সহধর্মিনী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা জামাল সাথী হিরুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ, কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল। 

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.