সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি আশরাফুজ্জামান।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার সাভারের অদূরে আশুলিয়া এলাকার মোছা. সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), সায়মার বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও খালাতো ভাই সোহেল ভূঁইয়া (৩৮)। নিহত সোহেল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পর আরও ৩ জন মারা যান।
সিলেটের শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আলম বাদশা বলেন, নিহত মা-ছেলের লাশ ওসমানীনগর উপজেলার একটি হাসপাতালে আছে। বাকি দুজনের লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে এএসপি আশরাফুজ্জামান বলেন, ‘ওসমানীনগরের উনিশ মাইল এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
আরটিভি/এমকে