লক্ষ্মীপুরে বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৫৯ এএম


লক্ষ্মীপুরে বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন
ছবি: আরটিভি

বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। 

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এ সময় অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতিও জানান তারা।

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের বাণী অর্চণায় সমবেত হয়েছেন নানা সাজে সজ্জিত নারী-পুরুষ ও শিশুরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, জেলায় এ বছর প্রায় সহস্রাধিক মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মণ্ডপগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission