‘রাষ্ট্র যখনই সংকটে পড়েছে, জিয়া পরিবার হাল ধরেছে’

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:২২ পিএম


‘রাষ্ট্র যখনই সংকটে পড়েছে, জিয়া পরিবার হাল ধরেছে’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, রাষ্ট্র যখনই সংকটে পড়েছে তখনই বারবার জিয়া পরিবার হাল ধরেছে। সামরিক বাহিনীর একজন মধ্যম সারির মেজর হয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে একটি সেক্টরের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। 

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৭১ থেকে ৭৫ এ দেশের স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বাকশাল কায়েমের মাধ্যমে। এই সময়ে শেখ মুজিবের ছেলে শেখ কামাল ব্যাংক লুট করেছিল। ঠিক তেমনই শেখ হাসিনা তার বাবার উত্তরসূরী হিসেবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষের ভোটের অধিকার ছিল না।

বিজ্ঞাপন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মাঠে মুছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: আশরাফ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফায়জুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর রশিদ, অবজাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিসুর রহমান বাবুল, ব্যবসায়ী মোহাম্মদ আলী সোহাগ, রায়পুরা উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে বিজয়ী দল কেএফসি ভৈরব দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইকবাল হোসেন শ্যামল।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission