আইনজীবী সাইফুল হত্যার ১১ আসামি আরেক মামলায় গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:১৯ পিএম


আইনজীবী সাইফুল হত্যার ১১ আসামি আরেক মামলায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গ্রেপ্তার ১১ আসামিকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন। 

বিজ্ঞাপন

আসামিরা হলেন– প্রেমনন্দন দাস, রনব দাস, বিধান দাস, বিকাশ দাস, রুমিত দাস, রাজ কাপুর, সামির দাস, শিব কুমার দাস, ওম দাস, অজয় দাস এবং দেবীচরণ। তারা সবাই কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা।

এর আগে, গত ২৬ জানুয়ারি নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, সাইফুল হত্যার আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য সম্প্রতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, আইনজীবীর ঘাড়ে বটি দিয়ে দুটি কোপ দেন রিপন দাস। আর কিরিচ দিয়ে কোপান চন্দন দাস। পরে রাস্তায় পড়ে থাকা সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এই আইনজীবীকে লাঠি, বাটাম, ইট, কিরিচ ও বটি দিয়ে তারা ১৫ থেকে ২০ জন পিটিয়ে হত্যা করেন।

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় কোতোয়ালি থানা-পুলিশ ১১ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.