ময়মনসিংহে জামায়াতের সম্ভাব্য ১০ প্রার্থীর নাম প্রকাশ

আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:২০ পিএম


ময়মনসিংহে জামায়াতের সম্ভাব্য ১০ প্রার্থীর নাম প্রকাশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) তালিকার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ। 

বিজ্ঞাপন

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ময়মনসিংহ জেলার জামায়াতে ইসলামীর প্রার্থীর নামের তালিকা ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে মোজাম্মেল হক আকন্দ বলেন, স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী তালিকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ১০টি আসনে চূড়ান্ত হলেও একটি আসন এখনো বাকি রয়েছে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে মানুষ জামায়াতের নেতৃত্ব দেখতে চাচ্ছে, যা আমাদের উৎসাহিত করছে। প্রার্থীরা প্রতিটি গ্রামের ওয়ার্ড পর্যায়ে মাঠে গণসংযোগ করবেন সঙ্গে দলীয় লোকজনও কাজ করবেন। গ্রামের মানুষ যে ধরনের সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলো শুনতে পারবেন। যার কারণে মানুষ খুব কাছে চলে আসবে। মাঠে যত বেশি দৌড়াবে, মানুষের আগ্রহ তত বাড়বে। যার কারণে মানুষ খুব কাছে চলে আসবে। মানুষের স্বপ্ন জামায়াতে ইসলামী বাস্তবায়ন করতে পারবে। আবার যদি জোট হয়, তাহলে জাতীয় ঐক্যের জন্য যে কোনো আসন আমরা ছেড়ে দেব। জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগ করতে আমরা জামায়াতে ইসলামীরা প্রস্তুত থাকবে।

সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জামায়াতের ময়মনসিংহ নগরের চরপাড়া সাংগঠনিক থানা শাখার রুকন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সাবেক উপজেলা আমির মাহবুব মণ্ডল, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহানগর জামায়াতের আমির কামরুল আহসান, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা জামায়াতের আমির মঞ্জুরুল হক, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ইসমাইল হোসেন ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে উপজেলা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.