হিলিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:১০ পিএম


হিলিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। 

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে হিলির চন্ডিপুর সার্বজনিন মন্দিরে দেবীর আরাধনা, বাণী ও পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার মূল আনুষ্ঠানিকতা। 

এ ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন বাড়িতেও ব্যক্তিগতভাবে সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। দেবীর পদতলে অঞ্জলি প্রদান ও পুষ্পার্ঘ অর্পণ করে প্রার্থনা করেন ভক্তরা। এ ছাড়াও ছেলেমেয়েরা যেন পড়ালেখা শিখে সুশিক্ষিত হয় সেজন্য ছিল শিশুদের হাতে খড়ির আয়োজন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 

বিজ্ঞাপন

শিক্ষার্থী নন্দিনী অধিকারী ও অভিভাবক তৃষ্ণা অধিকারী বলেন, ‘মা সরস্বতী হচ্ছে আমাদের বিদ্যার দেবী, যার কারণে এই পূজাটি মূলত আমাদের শিক্ষার্থীদের পূজা। আজ আমরা সরস্বতী দেবীর আরাধনা করি, আমরা যেন সঠিক জ্ঞান অর্জন করতে পারি। যেন তিনি আমাদের জ্ঞানের ভান্ডারকে বিকশিত করেন। সেই সঙ্গে পড়ালেখা থেকে শুরু করে বিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট যে সকল কাজ রয়েছে সেগুলো যেন ভালো ও সুন্দর মতো হয় এই প্রার্থনা করি।’ 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যেন তারা সুন্দরভাবে করতে পারে এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission