সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:২৫ পিএম


সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

ঐতিহ্যবাহী রংপুর প্রেস ক্লাবে বেআইনিভাবে নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার ও ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে সিনিয়র সাংবাদিক আরিফুল হক রুজুর সভাপতিত্বে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞাপন

এতে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. নুরুজ্জামান, মানবাধিকার সংগঠক মোজাক্কের হোসেন মঞ্জু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জাসদ নেতা মিরাজুন নবী মিলন, বাসদ নেতা মমিনুল ইসলাম, প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির নেতা দেবদাস ঘোষ দেবু, রংপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম, একাত্তর গণতান্ত্রিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাজুসহ অন্যরা। 

এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রংপুর প্রেসক্লাব পরিচালিত হলেও সমাজসেবা অধিদপ্তর অবৈধভাবে প্রশাসক নিয়োগ ও দপ্তরের দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা বন্ধ না হলে অবিলম্বে রংপুরবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধনে রংপুরের আট উপজেলার সাংবাদিক সংগঠনসহ ৩৫টি সংগঠনের নেতারা অংশ নেন। 

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.