চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে বলে জানা গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে তারা আটক হন বলে স্থানীয়রা জানালেও এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার রোকনপুর রাধানগর গ্রামের মহবুল আলমের ছেলে মুকুল (২৮) একই এলাকার মোরারফের ছেলে আবদুল আলিম (২৬), ইসাহাক আলীর ছেলে দুরুল হোদা (৩০) ও ধামাইল রোকনপুর এলাকার মতির ছেলে বাবু (২৫)।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের কাছে আটক হয়েছেন রকনপুর ও ধামাইল গ্রামের চারজন। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি।
নওগাঁর ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, ‘এ বিষয়টি আমরাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’
আরটিভি/এমকে-টি