নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৩৪ পিএম


নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশ্রাবপুর গির্জাপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভূঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার ছোট তারগাও গ্রামের কাদির আকন্দের ছেলে জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), একই উপজেলার সোকান্দরদি গ্রামের সুরুজ মিয়ার ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), গড়পাড়া গ্রামের জামালের ছেলে পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), কাজীরচর গ্রামের মৃত আখতারুজ্জামানের ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), শিবপুর উপজেলার গির্জাপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে শিবপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ আফ্রাদ (১৮), মনোহরদী পৌরসভার চন্দনবাড়ি গ্রামের রাজু মোল্লার ছেলে মনোহরদী উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা (২৪), নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাঁচদোনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির (২৮) ও পলাশ উপজেলার জয়নগর গ্রামের আব্দুস সালামের ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম (২৬)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি হাইয়েস গাড়ি আটক করে তাদেরকে গ্রেপ্তার করে। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ব্যানার, ফ্যাস্টুন এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। তবে তারা কী কারণে এগুলো নিয়ে আসছিল, সে ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ 

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.