ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে উত্তরের জনপদ দিনাজপুর। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হচ্ছে সব ধরনের যানবাহনকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাত থেকেই কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশায় ঢাকা রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। প্রয়োজন ছাড়া মানুষ বাসার বাইরে বের হচ্ছে না। কষ্ট করে দিন পার করতে হচ্ছে সবাইকে।
এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।’
আরটিভি/এমকে/এআর